অবস্থান সর্মসূচি নিয়ে বিএনপিতে চলছে আত্নসমালোচনা: সেপ্টেম্বরে ঢাকা নিয়ন্ত্রনের মিশন

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নিয়ে আত্মসমালোচনা চলছে খোদ বিএনপিতেই। ওইদিন সিনিয়র নেতাদের আশানুরূপ অংশ না নেওয়া এবং কারও কারও গাফিলতি আছে কি-না, তা খতিয়ে দেখছে দলটি। এবার যথেষ্ট হোমওয়ার্ক করে আন্দোলনের চূড়ান্ত সাফল্য পেতে সেপ্টেম্বর মাসকে টার্গেট করেছে বিএনপি।

গত ২৮ জুলাই মহাসমাবেশ দিয়ে সরকারকে নিজেদের জনপ্রিয়তার বার্তা দেয় বিএনপি। নেতাকর্মীদের প্রতি আহ্বান ছিল, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার। সেদিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির।
এক দফা দাবি আদায়ের টার্নিং পয়েন্ট হিসেবে পরের দিনই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দেয় বিএনপি। তবে অগোছালো আয়োজন ও সমন্বয়হীনতায় সেদিন পুলিশের বাধার মুখে গ্রেপ্তার ও আহত হন অনেক নেতাকর্মী। ওই অবস্থান কর্মসূচিতে বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান ছাড়া দলের সিনিয়র নেতাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।

বিএনপির হাইকমান্ড এখন আত্মসমালোচনা করছেন, কেন সেদিন জোরালোভাবে অংশগ্রহণ করেননি নেতাকর্মীরা। চলছে চুলচেরা বিশ্লেষণ।

এ বিষয়ে বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের কর্মকাণ্ডের মধ্যে হয়তো কোথাও কোনো খুঁত ছিল, তা ছোট হোক আর বড় হোক। বহুদিনের বঞ্চনার বিরুদ্ধে একটা আন্দোলন, সেই আন্দোলনে কে কতটুক আন্তরিক-এটা তো অনুমান করার বিষয় রয়েছে শীর্ষ নেতৃত্বে। সামনেও এ ধরনের যাদেরকে দায়ী বা দোষী হিসেবে পাওয়া যাবে, বা ফাঁকি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

বিএনপির মধ্যে আলোচনা আছে, সরকার পতনের আন্দোলনে সফল হতে রাজপথ নিয়ন্ত্রণে নিতে হবে। অবস্থান কর্মসূচির মাধ্যমে পুলিশ ও সরকার সমর্থকদের প্রতিক্রিয়া এরইমধ্যে দেখা হয়েছে। তাই নতুন কৌশলে এবার ঢাকার নিয়ন্ত্রণ নিতে মাঠে নামবে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেছেন, ‘আন্দোলন ২৮ তারিখ জানান দিয়েছে, এরপর প্রতিরোধ চলতে থাকবে। বিভিন্নভাবে চলতে থাকবে। প্রতিবাদের চরিত্র হবে ভিন্ন।

একই বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘এ সরকারের নির্বাচন নির্বাচন খেলা শুরু করার আগেই যাতে আমরা একটা ফলাফল নিয়ে বাংলাদেশের সামনে উপস্থিত হতে পারি সে চেষ্টা চলছে। ’

বিএনপি নেতাদের আশা, তারা শান্তিপূর্ণ আন্দোলনেই লক্ষ্যপূরণ করতে পারবেন।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন হাড্ডাহাড্ডি হলে ভোট শেষেই মারামারি হয়: সিইসি

নূর নিউজ

ইসলাম ও ইসলামী শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: মুফতী ফয়জুল করীম

নূর নিউজ

এবার তাকরীমের ভূয়সি প্রশংসায় গায়ক আসিফ আকবর

নূর নিউজ