অভিযানে নামছে এরদোগানের সেনাবাহিনী

সিরিয়ায় আবারও অভিযানে নামছে তুরস্কের সেনাবাহিনী। সীমান্তের কাছে নিজেদের দখলে থাকা দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করতে সেখানে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

এরদোগান সিরিয়ার যে স্থানে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন বর্তমানে সেখানে অবস্থান করছে ‘সিরিয়ান ড্যামোক্রেটিক ফোর্স’। এই দলটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ত।

‘পিকেকে’কে ১৯৮৪ সাল থেকে আলাদা কুর্দিস্তানের দাবিতে সশস্ত্র আন্দোলন করে আসছে। এ জন্য তুরস্ক পিকেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পিকেকে এবং তুরস্কের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

এরদোগান বলেন, আমাদের দক্ষিণ সীমান্তে দুটি অঞ্চলের মধ্যে ৩০ কিলোমিটার নিরাপদ সংযোগ স্থাপন করতে আমরা যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটির অসমাপ্ত কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছি। সেনা, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রস্তুতি শেষ করার সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান শুরু হবে।সূত্র: আরব নিউজ, আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

ফ্রান্সে তুর্কি মসজিদে ককটেল হামলা

নূর নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, মোদির টুইট

নূর নিউজ

বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল দক্ষিণ কোরিয়া

আনসারুল হক