এসএসসি পরীক্ষায় করোনার অজুহাতে “ধর্ম ও নৈতিক শিক্ষা” বাদ দেয়া যায় না

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, এসএসসি’র মত গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা-২০২২ ইং এ করোনার অজুহাত দেখিয়ে “ধর্ম ও নৈতিক শিক্ষা” বাদ দেয়ার প্রস্তাবনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। একদিকে বিজ্ঞানমনস্ক বানানোর নামে ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বইয়ে বিতর্কিত ‘ডারউইন তত্ত্ব’ বহাল রাখা হয়েছে অথচ নীতি-নৈতিকতা শিক্ষার অন্যতম মাধ্যম “ধর্মশিক্ষা” বাদ দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে যা সচেতন জনগণ গভীর চক্রান্তের অংশ হিসেবে দেখছে।

আজ বিকেলে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সভায় কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান উপর্যুক্ত কথা বলেন। জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাও.এবিএম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মু. আল-আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.আব্দুল হান্নান, অর্থ সম্পাদক এম. আজাদ, সহ-প্রচার সম্পাদক হাফিজুল হক ফাইয়াজ, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক মুফতি মহিউদ্দিন আকবর, মুফতি সাঈদ আহমদপ্রমুখ নেতৃবৃন্দ।

অধ্যাপক মাহবুব বিভিন্ন দেশের শিক্ষা সিলেবাস থেকে যে রকম নাস্তিক্যবাদী ডারউইন তত্ত্ব বাদ দেয়া হয়েছে তেমনি বাংলাদেশের শিক্ষা সিলেবাস থেকে এই বিতর্কিত তত্ত্ব বাদ দেওয়া এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানান।

সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষাব্যবস্থাকে চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। দ্রুত প্রতিষ্ঠান খুলে দিয়ে সপ্তাহের ৬ দিনই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ক্লাসে বসার সুযোগ প্রদানে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইমাম উলামাদের উদ্যোগে খতমে নবুওয়াত মাহফিল

নূর নিউজ

ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ

আনসারুল হক

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

নূর নিউজ