আল নূর কালচারাল সেন্টার কাতার-এর বার্ষিক সাধারণ সভা আজ

নূর নিউজ: আজ ৪জানুয়ারি সোমবার আল নূর কালচারাল সেন্টার কাতার-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাতারের রাজধানীর দোহার জাদিদ নিউজামান রেস্টুরেন্টে শুরু হবে সভা।

আলোচনা হবে ৪টি বিষয় নিয়ে- (১) আল নূর সেন্টারের কার্যক্রমের প্রতিবেদন পেশ। (২) কার্যনির্বাহী, উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদের পুনর্গঠন। (৩) ২০২১ সালের কর্মসূচি।

আলোচনায় অংশ নেবেন আল নূর কালচারাল সেন্টার কাতার-এর মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূরসহ সেন্টারের উপদেষ্টা মন্ডলী, পৃষ্ঠপোষকবৃন্দ ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের পরিচালকগণ।

 

এ জাতীয় আরো সংবাদ

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শাস্তি পেয়েছেন ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

নূর নিউজ

অনুবাদে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ঢাবি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মারুফ

আনসারুল হক

কবি আল মাহমুদের কালজয়ী ১০ কবিতা

নূর নিউজ