আদর্শ সমাজ বিনির্মাণে সত্যের পক্ষে লিখনী চালিয়ে যেতে হবে

কিছু মেঘ, কিছু রোদ, মাঝে মাঝে শীতল হাওয়ার সমীরণ। সূর্যটা পশ্চিমাকাশে অস্তায়মান। ঘনিয়ে আসছে গোধূলিবেলা। এমনই এক শান্ত-স্নিগ্ধ পড়ন্ত বিকেলে সারি সারি রাবার গাছের ছায়ানিবিড় মনোমুগ্ধকর, নির্মল প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো রামু লেখক ফোরামের ঈদ পূনর্মিলনী।
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন বৃহস্পতিবার ( ৫ মে)

বাদ আছর আনন্দঘন সন্ধিক্ষণে রামুর ঐতিহ্যবাহী, দৃষ্টিনন্দন রাবার বাগান রেস্ট হাউসের আঙ্গিনায় অনন্য সুন্দর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টামণ্ডলী, দায়িত্বশীল, সদস্য, সহযোগী সদস্য ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ অনুষ্ঠান হয়ে উঠে নবীন-প্রবীণ লেখক, সাহিত্যিকদের প্রীতি সম্মিলন।
রামুর আদর্শ কলম সৈনিকদের সংগঠন রামু লেখক ফোরামের এ ঈদ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, পুষ্পকলি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, তরুণ লেখক, সংগঠক মাওলানা হাফেজ শওকত আলী।

সাধারণ সম্পাদক, পুস্পকলির নির্বাহী সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলম, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হোছাইন আহমদ আনছারী, সংগঠনের প্রথম সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা আতাউর রহমান, খরুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, অনুবাদক ও লেখক মাওলানা মোহাম্মদ হাসান, রামু রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল্লাহ, মধ্য মেরংলোয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ রহিম উদ্দিন, তরুণ শিক্ষানুরাগী নজরুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি, তরুণ লেখক হাফেজ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করে উপস্থিত সকলকে আলোড়িত করেন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক, কবি এস. এম আবুল কালাম আযাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ জয়নুল আবেদীন, সহযোগী সদস্য ও সৌহার্দের কবি মুহাম্মদ অলি উল্লাহ আরজু, মফস্বলের কবি শফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, তরুণ প্রকৌশলী কাউছার আলম ইমু, তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল-মামুন, নবীন লিখিয়ে মাওলানা হাফেজ নুরুল আলম, মুহাম্মদ জাহিদ রাইয়ান, জুনাইদ সৌরভ, মাওলানা মাহমুদুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ সাঈদ, আব্দুল্লাহ মাহমুদ, হাফেজ মোরশেদ হোসাইন জমিল, বুরহান মাহমুদ, আব্দুল্লাহ ফাহিম প্রমুখ।

প্রানবন্ত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, গঠনমূলক লেখালেখি ও সূস্থধারার সাহিত্য -সংস্কৃতি চর্চার ব্রত নিয়ে ২০০৮ সালের ১৮এপ্রিল প্রতিষ্ঠিত হয় রামু লেখক ফোরাম। সেই সূচনাকাল থেকে দেড় দশক যাবৎ দৃঢ়তার সাথে এ সংগঠন আদর্শিক পথচলা অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ। স্বকীয় ইতিহাস-ঐতিহ্য নিয়ে গঠনমূলক লেখালেখি, সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং সমাজের সমস্যা-সম্ভাবনাসহ রামুর সার্বিক উন্নয়নে বিভিন্ন দাবীতে এ সংগঠনের ক্ষুরধার লিখনী ও আদর্শিক কর্মধারা উত্তরোত্তর বেগবান হবে ইনশাআল্লাহ।

বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মুনাজাত পরিচালনা করেন, রামু কলঘর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ সুলাইমান।

এ জাতীয় আরো সংবাদ

প্রথম মুসলিম মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন

আনসারুল হক

৫ আগস্টের পর লকডাউন দেওয়া হবে না- বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী

আনসারুল হক

আজ আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নূর নিউজ