আমি তাবলিগের সাথী : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান বলেছেন, আমি তাবলিগের সাথী। তাবলিগে দুই ভাগে বিভক্ত থাকবে না। তাবলিগে এখন যে ব্যবধানটা দেখছেন। যেমন দুই ভাগে বিভক্ত। এগুলো থাকবে না। জ্ঞানের বোঝ আল্লাহ তাআলা যখন দিবেন অবশ্যই আল্লাহ তাআলা এর সমাধান করবেন। এর মানে এই না তাবলিগ খারাপ। তাবলিগের মধ্যে যারা আছেন তাদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব হয়েছে সাময়িক ভাবে। তাদের সামাধান আল্লাহ তাআলা অবশ্যই করবেন।

শুক্রবার রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকায় আহমাদিয়া আরাবিয়া মাদরাসা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, আল্লাহকে পাওয়ার জন্য তাবলিগ জামাত নিজের জন্য দরকার। নিজের সুদ্ধির জন্য দরকার। তাবলিগে গিয়ে শিখা যায়। আমি গিয়ে শিখেছি। আমার বাবা তাবলিগে গিয়ে মারা গেছেন। যুবকদের কাছে অনুরোধ আল্লাহকে পেতে হলে তাবলিকে সময় দাও।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

ওলামাদের সঙ্গে বিএনপির ইফতার

নূর নিউজ

একদিন বাড়লো ঈদুল আজহার ছুটি

নূর নিউজ

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

নূর নিউজ