মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে আমেরিকার অভিযোগ নাকচ করে ইরান বলেছে, আমেরিকা হচ্ছে জলদস্যুদের প্রভু।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি গতকাল (শুক্রবার) বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে আমেরিকা ইরানকে যতই অভিযুক্ত করুক, বাস্তবতা হচ্ছে তারাই এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের সম্পদ লুট করছে।
জেনারেল শেকারচি বলেন, “আমেরিকা আমাদেরকে অভিযোগ করছে কিন্তু তারাই এখানে বাইরের শক্তি। আঞ্চলিক দেশগুলো হচ্ছে পারস্য উপসাগরের স্থানীয় শক্তি। ফলে যেকেউ আমেরিকাকে জিজ্ঞেস করতে পারে এখানে তোমাদের কাজ কি।”
দীর্ঘদিন ধরে আমেরিকা অভিযোগ করে আসছে যে, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। গত সপ্তাহে ওয়াশিংটন জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে নতুন করে তিন হাজার সেনা মোতায়েন করেছে। তার আগেও আমেরিকা অভিযোগ তুলেছে মে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান মাঝেমধ্যেই বাণিজ্যিক ও বেসামরিক জাহাজগুলোকে হয়রানি করছে।
ওয়াশিংটন বলেছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা এসব সেনা মোতায়নের উদ্যোগ নিয়েছে। তবে ইরান বলেছে, মার্কিন সেনারা ইরানের বিরুদ্ধে কোনরকমের পদক্ষেপ নিলে তেহরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।