আমেরিকা ২০ বছরেও আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারেনি

পাকিস্তান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুই দশকের উপস্থিতি সত্ত্বেও আমেরিকা ও ন্যাটো আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।তিনি শুক্রবার ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাংক ‘দ্যা ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ’ আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।

মুত্তাকি বলেন, “আফগানিস্তানে ২০ বছর ধরে লাখ লাখ সেনা, বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আমেরিকাসহ ৫০ দেশের সামরিক উপস্থিতি দেশটিতে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে; এমনকি ২০ বছর আগে আফগানিস্তানে যারা ক্ষমতায় ছিল তাদেরকেও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী ২০ সদস্যের উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে বর্তমানে তিনদিনের সফরে পাকিস্তানে রয়েছেন।তিনি সেমিনারে আরো বলেন, “অথচ আমরা আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছি এবং গোটা বিশ্বকে গ্যারান্টি দিচ্ছি যে, আমাদের দেশে স্থিতিশীলতা বজায় থাকবে; তারপরও বিশ্ব আমাদের কাছে আর কি চায় তা আমাদের বোধগম্য নয়।”

গত ১৫ আগস্ট থেকে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি; যদিও নানা ক্ষেত্রে তালেবানের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে পাশ্চাত্যসহ বিশ্বের অনেক দেশ।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের অতীতের সবগুলো সরকার দু’টি সমস্যায় ভুগেছে। কোনো কোনো সরকার আফগান জনগণের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষা করে বিদেশি শক্তিগুলোর চাহিদা পূরণ করেছে ও বিদেশি হস্তক্ষেপ বিনা বাক্যব্যয়ে মেনে নিয়েছে। অন্য কিছু সরকার বিদেশিদের দাবি-দাওয়া সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে যার ফলে আন্তর্জাতিক সমাজ থেকে আফগানিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুত্তাকি বলেন, “আমরা এই দুই ধরনের সরকারের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছি যেখানে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান ছাড়াই উভয় পক্ষের আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া পূরণ করা হবে

এ জাতীয় আরো সংবাদ

ফিলিস্তিনকে মর্যাদার আসনে বসালো কাতার

নূর নিউজ

গাজা পরিস্থিতি নিয়ে বাইডেন-কাতার আমিরের ফোনালাপ

নূর নিউজ

ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

নূর নিউজ