আরও বেশি করে ফসল ফলাতে হবে: প্রধানমন্ত্রী

খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের মাটি উর্বর, নিজের ফসল নিজেদেরই আরও বেশি করে ফলন করতে হবে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলাতে হবে। আমাদের মাটি উর্বর। নিজের ফসল নিজেদেরই আরও বেশি করে ফলন করতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের ফসল উৎপাদনের জোর দিতে হবে। দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীর হতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

সেতুতে টোল দিতে হবে প্রধানমন্ত্রী-মন্ত্রীদেরও, অব্যাহতি পাবেন একমাত্র রাষ্ট্রপতি

নূর নিউজ

ওআইসি শীর্ষ সম্মেলন : ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহবান পররাষ্ট্রমন্ত্রীর

নূর নিউজ

প্রেসিডেন্ট পদে শাহাবুদ্দিন চুপ্পু শপথ নিচ্ছেন আগামী ২৪ এপ্রিল

নূর নিউজ