আরও ১০ জাহাজে ভরা হচ্ছে ইউক্রেনের খাদ্যশস্য

জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির পর এ পর্যন্ত দেশটির বিভিন্ন বন্দর থেকে ১৬টি জাহাজ বিভিন্ন দেশে শস্যবোঝাই করে নিয়ে গেছে।

ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ইউরি ভানকভ জানিয়েছেন, আরও ৬টি জাহাজে ইউক্রেনের খাদ্যশস্য বোঝাই করা হচ্ছে। খবর আনাদোলুর।

এ ছয়টিসহ আগস্টের মধ্যে সব মিলিয়ে আরও ১০টি জাহাজ ইউক্রেনের শস্যবোঝাই করে বিদেশে নিয়ে যাবে।

গত ২২ জুলাই রাশিয়ার সঙ্গে চুক্তির পর এ পর্যন্ত ৯টি দেশে ১৬টি জাহাজবোঝাই খাদ্যশস্য রপ্তানি করেছে ইউক্রেন।

খাদ্যশস্য ছাড়াও ওদেসা বন্দরে সোমবার রাতে একটি জাহাজে সাড়ে ৭ হাজার টন তেল বোঝাই করা হয়েছে।

গত দুই সপ্তাহে তুরস্কের নিরাপদ করিডর দিয়ে ইউক্রেনের ৫ লাখ টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি করেছে।

এ জাতীয় আরো সংবাদ

বাইডেন বলেছেন নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তার চেয়ে যোগ্য কেউ নেই

নূর নিউজ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল কানাডা

নূর নিউজ

মাদরাসাগুলোর জরিপ বিষয়ে দেওবন্দে মুহতামিম সম্মেলন আগামীকাল

নূর নিউজ