আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিনীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

নূর নিউজ: দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম ও আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুমা একজন দ্বীনদ্বার মহিলা ছিলেন। দেশের শীর্ষ স্থানীয় আলেমের স্ত্রী ও আলেম-আলেমার জননী ছিলেন।

আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী

আমরা মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিনী মরিয়ম খাতুন আজ বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী, তিন ছেলে, আট মেয়ে, অসংখ্য নাতী-নাতনী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্র জানা গেছে, আগামীকাল বুধবার রাত সাড়ে ৯টায় বাবুনগর মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালে কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের শোক প্রকাশ

আলাউদ্দিন

‘সরকার পতন আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যু আনা হয়েছে: মির্জা ফখরুল, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূস ইস্যুতে আশ্রয় নিয়েছে: তথ্যমন্ত্রী

নূর নিউজ

ইসলামী আন্দোলনের সঙ্গে মুসলিম লীগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নূর নিউজ