আশুরার রোজায় ৩০ হাজার মুসল্লীর ইফতার বাইতুল্লায়

মক্কার পবিত্র মসজিদুল হারামে আশুরার রোজা উপলক্ষে ৩০ হাজারের বেশি মুসল্লির মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধায় মসজিদুল হারাম পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে জমজম পানি ও শুকনো ইফতার সামগ্রী বিরতণ করা হয়।

কোঅরডিনেশন অফ ভলান্টারি অ্যাক্টিভিটিস-এর পরিচালনা বিভাগের প্রধান অধ্যাপক সাউদ আল জাহরানি জানান, এজেন্সি ফর সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ভলান্টারির সার্বিক তত্ত্বাবধানে আশুরার দিন রোজাদারদের জন্য বিশেষ ইফতারির আয়োজন করা হয়।

করোনা সংক্রমণ রোধে মুসল্লিদের স্বাস্থ্য ‍সুরক্ষায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করে মসজিদুল হারামে ইফতারি বিতরণ করা হয়। মসজিদুল হারাম পরিচালনা পর্ষদের নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৯০জন স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট কর্মচারীরা প্রায় ৩১ হাজার দুই শ মুসল্লির মধ্যে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়োবৃদ্ধদের ওমরাহ পালনের সুবিধার্থে পাঁচ হাজার স্বাভাবিক ও তিন হাজার বৈদ্যুতিক বিশেষ যানের ব্যবস্থা করা হয়। এছাড়াও করোনা রোধে কাবা চত্বরে তাওয়াফের সারি বাড়িয়ে ২৫টি করা হয়েছে যার মধ্যে বয়ষ্ক ও প্রতিবন্ধীদের জন্য চারটি সারি নির্ধারণ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

আফগানিস্তানে মধ্যরাতে গোয়েন্দা প্রধান নিহত

নূর নিউজ

কাউকে হাসিমুখে দেখলে যে দোয়া পড়বেন

নূর নিউজ

কফ গিলে ফেললে রোজা ভাঙবে?

নূর নিউজ