ইউক্রেনের বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে দিল রাশিয়া

মাইকোলাইভ প্রদেশের ভোজনেস্ক শহরের একটি পণ্যের গুদামে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এ গুদামটিতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছিল ইউক্রেন। রুশদের হামলায় মজুদকৃত অস্ত্র ধ্বংস হয়ে গেছে।

ভোজনেস্ক শহরের মেয়রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেন টুয়েন্টিফোর।

তবে রাশিয়ার এ হামলায় কোনো মানুষ হতাহত হয়েছে কি না এ বিষয়টি এখনো কেউ নিশ্চিত করতে পারেননি মেয়র।

এদিকে গত সপ্তাহে রাশিয়া যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে হুশিয়ারি দিয়েছিল, তারা যেন ইউক্রেনে কোনো অস্ত্র ও গোলাবারুদ না পাঠায়।

হুমকির সুরে রাশিয়া বলেছিল, বাইরে থেকে আসা অস্ত্রের বহরের ওপর তারা হামলা করবে।

রাশিয়া ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে প্রথম হামলা করে। তাদের এ অভিযান চতুর্থ সপ্তাহে এসে ঠেকেছে।

রাশিয়া ইউক্রেনে এখনো বড় কোনো সাফল্য পায়নি। তারা শুধুমাত্র ইউক্রেনের খেরসন প্রদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পেরেছে। আর এ খেরসনের পাশের প্রদেশই হলো মাইকোলাইভ।

অবশ্য খেরসনের পর রাশিয়ার এখন মারিউপোলের দখল নেওয়ার দ্বারপ্রান্তে আছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, যে কোনো সময় রুশ সেনাদের হাতে মারিউপোলের পতন হবে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

মুসলিম বিশ্বের শরণার্থী সংকট মোকাবেলায় ওআইসির প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে

নূর নিউজ

জাপানে একদিনে ১৫৫ ভূমিকম্প, নিহত ১৩

নূর নিউজ