ইউক্রেনে একদিনে ২৫০ রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধের ১১১তম দিন আজ। গত ২৪ ঘণ্টায় ২৫০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।

বুধবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৩২ হাজার ৭৫০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। খবর বিবিসির।

ইউক্রেন দাবি করেছে ১১১ ‍দিনের এই যুদ্ধে রাশিয়া আরও অনেক কিছু হারিয়েছে, সেগুলো হচ্ছে—এক হাজার ৪৪০টি ট্যাংক, তিন হাজার ৫২৮টি সাঁজোয়া যান, ৭২২টি কামান এবং ২৩০টি লঞ্চ রকেট ধ্বংস করেছে।৯৭টি বিমান বিধ্বংসী যুদ্ধ অস্ত্র, ২১৩টি যুদ্ধবিমান, ১৭৯টি হেলিকপ্টার, ৫৯১টি ইউএভি এবং ১২৯টি ক্রুজ ক্ষেপনাস্ত্র ধ্বংস হয়েছে রাশিয়ার। এ ছাড়া ১৩টি যুদ্ধজাহাজ, দুই হাজার ৪৮৫টি যানবাহন ও ফুয়েল ট্যাংক এবং ৫৫টি বিশেষ সরঞ্জাম ধ্বংস করার দাবি করছে ইউক্রেন।

রাশিয়া সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বাখমুত ও সেভেরোদনেৎস্ক এলাকায় বলে মন্ত্রণালয় দাবি করেছে। তবে বিবিসি স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এ জাতীয় আরো সংবাদ

ইরান ও পাকিস্তানকে উত্তেজনা বন্ধ করে সংযত থাকার আহ্বান জাতিসংঘের

নূর নিউজ

চীনের শীর্ষ টেলিকম কোম্পানির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র

আনসারুল হক

পালিয়ে যাওয়া আফগানিদের আশ্রয় দেবে উগান্ডা

নূর নিউজ