ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন পুতিন : বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন রুশ এই ‘একনায়ক’ প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য নিয়ে আইওয়া অঙ্গরাজ্যে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) বাইডেন এই মন্তব্য করেন। বুধবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

বিবিসি বলছে, আইওয়া অঙ্গরাজ্যে মার্কিন অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ব্যয় সম্পর্কে কথা বলতে গিয়ে ইউক্রেনে বেসামরিক হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের অন্য যে কোনো সদস্যের চেয়ে এগিয়ে গেছেন প্রেসিডেন্ট বাইডেন। কারণ মার্কিন কর্মকর্তারা রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করলেও এখন পর্যন্ত এটিকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেনি।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান গ্যাসের দাম রোধ করার পরিকল্পনা সম্পর্কে মঙ্গলবার আইওয়াতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আপনার পারিবারিক বাজেট বা আপনার (গাড়ির) ট্যাংক পূরণ করার সক্ষমতা – এর কোনোটিই অর্ধেক পৃথিবী দূরে একজন স্বৈরশাসকের যুদ্ধ ঘোষণা এবং গণহত্যা করেছে কি না তার ওপর নির্ভর করা উচিত নয়।’

রাশিয়ার সমারিক অভিযান শুরুর পর ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে এবারই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। এর আগে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন।

বিবিসি বলছে, নিজের ওই মন্তব্যের পর প্রেসিডেন্ট বাইডেন বলেন, (ইউক্রেনে) গণহত্যা সংঘটিত হয়েছে কি না তা নির্ধারণ আইনজীবীদের ওপর নির্ভর করবে। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বক্তৃতার পর সাংবাদিকদের বলেন, ‘এটি অবশ্যই আমার কাছে গণহত্যা বলে মনে হচ্ছে।’

অবশ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে বেসামরিক লোকদের হত্যাকাণ্ডকে ‘প্রকৃত গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের কাছে অবস্থিত এই শহরটিতে যুদ্ধাপরাধ হয়েছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে ‘প্রায় প্রতিদিন’ নতুন গণকবর খুঁজে পাওয়া যাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

দাবানলে ছাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের কার্বন শহরের বিস্তীর্ণ অঞ্চল

নূর নিউজ

রাশিয়াও আমেরিকার কূটনীতিক বহিষ্কার করবে

নূর নিউজ

আমেরিকা থেকে করোনা বিদায় ‍নিয়েছে: বাইডেন

নূর নিউজ