ইউক্রেনে সেনা সদস্যের গুলিতে নিহত ৫

ইউক্রেনে এক সেনা সদস্যের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় হতাহতের এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের নিপরোর পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানায় দেশটির ন্যাশনাল গার্ড বাহিনীর এক সেনাসদস্য ৫ নিরাপত্তা সদস্যকে গুলি করে হত্যা করে। পরে অভিযুক্ত সেনাসদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গুলির কারণ জানা যায়নি।

পালিয়ে যাওয়া সেনার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী সেনা কালাশনিকভ রাইফেলের সাহায্যে অন্যদের ওপর গুলি করে এবং এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সূত্র: আলজাজিরা, বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান মেনে নিয়েছে তুরস্ক

নূর নিউজ

অস্ত্র হাতে যুদ্ধ করা সেই নারী গভর্নর আটক

নূর নিউজ

বিশ্ব ঐতিহ্য তালিকায় প্রাচীন মসজিদের শহর বাগেরহাট

নূর নিউজ