‘ইমরান খানকে ছাড়া কোনো রাজনীতি নয়’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর তার রাজনৈতিক দলের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ করে।

একজন সেনা কমান্ডারের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনার পর পিটিআই নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু হয়। দলের অন্তত ১২ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর পিটিআইয়ের সিনিয়র নেতারা দলত্যাগ করতে শুরু করেন। তিন ডজনেরও বেশি নেতা রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুসারে, দলত্যাগকারীরা ভিন্ন একটি রাজনৈতিক দল খোলার চেষ্টা করছেন। ইমরান খানের দলের সাবেক সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী বুধবার কারাগারে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির সঙ্গে দেখা করেন। ফাওয়াদ তাকেও ইমরান খানের সঙ্গে ছাড়তে বলেছেন।

উল্লেখ্য, ইমরান খান জানিয়েছেন, আদালত তাকে কোনো মামলায় অযোগ্য ঘোষণা করলে তার দল চালাবেন শাহ মাহমুদ কোরেশি।

ইমরান খানের দল ত্যাগীরা যখন ভিন্ন একটি রাজনৈতিক দল খোলার চেষ্টা করছে তখন পিটিআইয়ের সিনিয়র নেতা ফারুখ হাবিব বলেছেন, ‘ইমরান খানকে ছাড়া কোনো রাজনীতি হবে না।’ সূত্র: ডন

এ জাতীয় আরো সংবাদ

ইরানের তৈরি ৮টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

নূর নিউজ

ট্রাম্পের সাথে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে বাইডেনের প্রতিশ্রুতি

নূর নিউজ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা যুক্তরাষ্ট্রের

নূর নিউজ