ইসরায়েল-ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে ২২ মার্চ ২০২৫, সকাল ১০টায় উপজেলার মুসলিম জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাঁজায় নজিরবিহীন ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা ও হত্যা এবং ভারতে মুসলিমদের নির্বিচারে নিপীড়ন, নাগপুরে মুসলিম হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, যুব তারুণ্য ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরফিন রাহাদ, হাসিবুল হাসান,সভাপতি মাঈনুদ্দিন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন,আলহুদা সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি সাইফুল ইসলাম সিয়াম, মাওলানা ইসমাইল, লোকমান হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ, সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবদুর রহিম,অর্থ সম্পাদক মাইনুদ্দিন, হাফেজ মাইনুদ্দিন, মাওলানা সামসুউদ্দিন, মাওলানা মিজানুর রহমান, জিসান আহমেদ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ইব্রাহিম,সোহেল হোসেন, রাসেল আহমেদ,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার হাফেজ আলী আজগর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা জুবায়ের আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রব, ইসলামী ছাত্র শিবির তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হাসনাইন, সেক্রেটারি জুবায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ইসরাইল ও ভারত বিরোধী নানা স্লোগান দিয়ে মিছিল করেছেন।

প্রতিবাদের সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে থাকতে হবে। তাদের কোন পণ্য তাদেরকে কোনোভাবে আর্থিক সহযোগিতা করা যাবে না। তারা আমাদের মুসলিম ভাই যদি স্ত্রীর গাজার নিরীহ মুসলিমদেরকে নির্বিচারে হত্যা ও নিপীড়ন করেছে এর জন্য আমরা তাদের কে ঘৃণা জানাই এবং তাদের সর্বস্ব শাস্তির দাবি জানাই। আমাদের পার্শ্ববর্তী ভারত যেভাবে আমাদের মুসলিম সংখ্যালঘুদের কে নিপীড়ন করিতেছে তারা আমরা নিন্দা জানাই।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে শেষ হয়

উক্ত প্রতিবাদে সমাবেশে দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ।

এ জাতীয় আরো সংবাদ

বাবার বুকে জড়িয়েই মারা গেল বুলবুলি

আনসারুল হক

শীঘ্রই চালের দাম কমে আসবে : কৃষিমন্ত্রী

আলাউদ্দিন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: পিটার হাস

নূর নিউজ