ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি হামাসের

বাসস : ফিলিস্তিনি সংগঠন  হামাসের সশস্ত্র শাখা গাজা উপত্যকায় শনিবার অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে একজন ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি করেছে।
তবে ইসরাইল এ দাবি অস্বীকার করেছে।
এজেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, হামাস জাবালিয়া ক্যাম্পের একটি টানেলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় ইসরায়েলি  বাহিনীর  ‘সকল সদস্য নিহত, আহত কিংবা বন্দী’ হয়েছে।
হামাস একজন সৈন্যকে মাটিতে টেনে নিয়ে যাওয়ার ছবিও প্রকাশ করেছে। এতে সৈন্যটিকে একজন বন্দী ইসরায়েলি হিসাবে উপস্থাপন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ছবির সত্যতা  যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্য অপহরণ করার মতো কোন ঘটনা সেখানে ঘটেনি বলে দাবি করেছে।
জাতিসংঘের শীর্ষ আদালতের সামরিক অভিযান বন্ধের আদেশ উপেক্ষা করেই ইসরায়েল রাফায় যুদ্ধবিমান থেকে   বোমা এবং কামানের গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে।
এদিকে গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধে প্যারিসে নতুন উদ্যোগ শুরু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

রাশিয়াকে সহায়তা দিলে চীনের পরিণতি হবে ভয়াবহ: যুক্তরাষ্ট্র

নূর নিউজ

এবার ন্যাটোকে পাল্টা হুঁশিয়ারি চীনের

আনসারুল হক

মক্কা ও মদিনায় আজ জুমার খুৎবা পাঠ করবেন যারা

নূর নিউজ