ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররমে পর্দা উঠলো ইসলামী বইমেলার

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ‘ইসলামি বইমেলা’র পর্দা ওঠল। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম দক্ষিণ চত্বরে মাসব্যাপী বইমেলা চলছে।

শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইসলামি বইমেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান (এমপি)।

জানা যায়, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সকল বইয়ে ৩৫% ছাড় দেয়া হচ্ছে। ইসলামি বইমেলায় ৬৪ টি স্টল রয়েছে।

সুত্র, আওয়ার ইসলাম

ইসলামি বইমেলায় অংশ নিচ্ছে— ইসলামিক ফাউন্ডেশন বই বিক্রি কেন্দ্র, বই ঘর, সমকালীন প্রকাশন, কালান্তর প্রকাশনী, মাকতাবাতুল ফোরকান, গার্ডিয়ান পাবলিকেশন্স, সালসাবীল পাবলিকেশন্স, রফরফ প্রকাশনীসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত বছর ইসলামি এই বইমেলাকে কেন্দ্র করে ইসলাম অঙ্গনে বেশ সাড়া পড়েছিল। ব্যাপক পাঠক প্রিয়তায় মেলা ৩ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয় ১২ নভেম্বর পর্যন্ত। শুরুর দিকে খুব বেশি প্রচার প্রচারণা এবং দর্শনার্থীদের উপস্থিতি না থাকলেও শেষ সময়ে বিভিন্ন ইসলামি ব্যক্তিত্বদের উপস্থিতি ও প্রচারণায় বেশ জমে ওঠে মেলাটি। ঢাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মেলায় এসে যোগ দেন বইপ্রেমীরা।

এ জাতীয় আরো সংবাদ

এসএসসি-এইচএসসিতে তিন বিষয়ে পরীক্ষা

আনসারুল হক

হজ পালন করে প্রথম ফ্লাইটে ঢাকায় আসলেন ২ হাজার ৫৮২ জন হাজি

নূর নিউজ

সংলাপকে ‘ফাঁদ’ মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নূর নিউজ