‘ইসলামি শাসন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, যুবকদের আদর্শবান হিসেবে গড়ে তুলে ইসলামী শাসন প্রতিষ্ঠায় তাদেরকে কাজে লাগাতে হবে।

ক্ষমতাসীনরা যুবকদের ক্ষমতার সিড়ি হিসেবে ব্যবহার করে জীবনকে ধ্বংস করে দিয়েছে। ফলে তাদের হাতে নেশাদ্রব্য, অস্ত্র ইত্যাদি। ইসলামী আন্দোলন যুব সমাজকে আদর্শিকভাবে গড়ে দেশপ্রেমে উদ্ধুুদ্ধ করছে।

গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মুজাহিদ প্রজন্ম যুবক ভাইদেরকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ-এর সভাপতিতে অনুষ্ঠিত ইফতার পুর্ব আলোচনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা।

অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য প্রফেসর ডাঃ আক্কাস আলী সরকার, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাওলানা আহমাদ আব্দুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমানসহ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকার দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। সন্ত্রাস, দুর্নীতি মারাত্মক আকার ধারণ করছে। অপরদিকে সিয়াম সাধনা ব্রত মহিলাদেরকে নামাজচ্যুত করতে ঢাবির টিএসসি চত্ত্বরে মেয়েদের নামাজের জায়গা উচ্ছেদ করে একটি খারাপ দৃস্টান্ত স্থাপন করেছে। অথচ তিনিও একজন নামাজী মানুষ। এভাবে একটি দেশ চলতে পারে না।

৬৫ নং ওয়ার্ড শাখার ইফতার অনুষ্ঠিত: এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৬৫নং ওয়ার্ড শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল কদমতলীর মেরাজনগরস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বিশেষ অতিথি ছিলেন মুফতী বাছির উদ্দিন মাহমুদ। সভাপতিত্বে করেন আলহাজ্ব ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন মুফতী মুনিরজ্জামান আলমগীর, মো. আব্দুল বারেক কন্ট্রাক্টর, মুহা. আব্দুল জলিল কন্ট্রাক্টর প্রমুখ। ইফতার মাহফিলে দেড় শতাধিক মানুষ অংশ নেন।

এ জাতীয় আরো সংবাদ

পরকালীন জীবনের ভাবনা মনে করিয়ে দেবে যে কাজ

নূর নিউজ

গাজীপুরে ভোট বেড়েছে হাতপাখার

নূর নিউজ

পদত্যাগ করতে চান বরিশাল সিটি মেয়র

নূর নিউজ