ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে।

শনিবার (১ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।

সরেজমিন ঘুরে দেখা গেছে, টার্মিনালগুলোতে ঢাকামুখী যাত্রীর চেয়ে গ্রামে যাওয়া যাত্রীদের ভিড় বেশি ছিল। কাউন্টারগুলোর সামনে যাত্রীদের টিকেট কেটে বাসে থাকতে দেখা গেছে। বাসের পাশাপাশি ট্রেনের শিডিউলেও কোনো হেরফের হচ্ছে না।

কমলাপুর রেল স্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, যাত্রীরা নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারছেন। প্রতিটি ট্রেন সঠিক সময়ে গন্তব্যে যাচ্ছে এবং ফিরছে। যাত্রীদের সেবা দিতে নিরলস ভাবে কাজ করছে রেলের কর্মীরা।

এ জাতীয় আরো সংবাদ

লকডাউনে কর্মহীনদের মানবিক সহায়তায় ৫৭২ কোটি টাকা বরাদ্দ

আনসারুল হক

মোদির বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত ৪ মার্চ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আলাউদ্দিন

কক্সবাজারে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ডের ত্রাণ বিতরণ

আনসারুল হক