ঈদের দিন কি বৃষ্টি হবে?

ঈদের দিন সারা দেশে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ ছাড়া বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঈদের দিনে সারা দেশেই কম-বেশি বৃষ্টি থাকবে, তবে দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। অর্থাৎ ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে বৃষ্টি বেশি হবে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। এ ছাড়া সারা দিনই আকাশ মেঘলা থাকবে। মাঝে মাঝে হালকা বৃষ্টি হবে।

এতে আরও বলা হয়, ঈদের দিনে দেশের তাপমাত্রা সহনীয় থাকবে। এ ছাড়া ঝড়ের কোনো আভাস নাই।

এ জাতীয় আরো সংবাদ

কবে গরম কমতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর

নূর নিউজ

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

প্রতিদিন বাংলা‌দে‌শি‌দের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস

নূর নিউজ