একটি ভুল বিশ্বাস : কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি আঙুল পচে যায়?

কারো কবর দেখাতে গিয়ে যদি কেউ আঙুল দিয়ে ইশারা করে দেখায় যে, ঐটা অমুকের কবর তাহলে কিছু মানুষকে বলতে শোনা যায়- কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করতে নেই, আঙুল পচে যাবে।

এটি একটি ভুল বিশ্বাস, যা অজ্ঞতাবশত মানুষ বলে থাকে। এর কোনো ভিত্তি নেই। এ ধারণা বর্জন করা উচিত।

উৎস, মাসিক আলকাউসার।

এ জাতীয় আরো সংবাদ

সাত পরিবার মিলে একগরু কোরবানি দিলে কি কোরবানি জায়েজ হবে

নূর নিউজ

নিজের জন্য যে দোয়া বেশি বেশি করবেন

নূর নিউজ

জুমার দিন মসজিদে আগে যাওয়ার গুরুত্ব ও ফজিলত

নূর নিউজ