ইসরায়েলি বিমানবন্দরের কাছে বিরাট এলাকা পুড়ে ছাই

আর্ন্তজাতিক: ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের কাছে গতকাল রোববার (২ মে) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিমানবন্দরের কাছাকাছি এলাকাটি পুড়ে গেছে। ইহুদি উপশহর জিতানের পাশে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাকর্মীরা সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। খবর আরব নিউজ।

বিপুল সংখ্যক দমকল সদস্য আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে আজ রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ইসরায়েলি দৈনিক ইয়াদুত আহারনোতও জানিয়েছে, গত কয়েক দিন ধরে ইসরায়েলে এ ধরনের বিপর্যয়ের ঘটনা বেড়ে গেছে। তিন দিন আগে রাজধানী তেলআবিবের কাছে একটি তেল স্থাপনায় বিস্ফোরণ হয়। গত এপ্রিলে ইসরায়েলের একটি পরমাণু স্থাপনার কাছেও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বেন গুরিয়ন বিমানবন্দরটি ইসরায়েলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। ইহুদিবাদী এ দখলদার দেশটির প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।
এটি রাজধানী তেলআবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সে দেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম বিমানবন্দর এটি। এই বিমানবন্দরেই ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের অবস্থান।

সূত্র : আরব নিউজ

এ জাতীয় আরো সংবাদ

হজ সফল হওয়ায় ওমরার অনুমতি দেওয়ার বিষয়ে ভাবছে সৌদি

আনসারুল হক

মহামারিতে দ্বিগুণ হয়েছে শীর্ষ ১০ ধনীর আয়

নূর নিউজ

হিজাব নিয়ে আবারো উত্তপ্ত ভারতের রাজনীতি

নূর নিউজ