এবার চট্টগ্রাম মহানগরীর সব মাদরাসা বন্ধ ঘোষণা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার (৮ আগস্ট) স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এবার সেখানে মাদরাসাও বন্ধ ঘোষণা করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৭ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হেসেনের সই করা চিঠিতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব মাদরাসার পাঠদান বন্ধ থাকবে।

মাদরাসার গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতেও বলা হয়েছে।

এর আগে দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে চট্টগ্রাম মহানগরীর সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।

চট্টগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতিভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

নূর নিউজ

করোনায় আক্রান্ত হলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

আলাউদ্দিন

গণপরিবহন চালুর দাবিতে রবিবার শ্রমিকদের বিক্ষোভ

আনসারুল হক