এবার নিরাপত্তার অজুহাতে আমিরাতে প্রবেশ করতে চায় ইসরায়েল

সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলার পর দেশটিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা এবং নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইসরাইল।

ইসরাইলি প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। খবর পাকিস্তান অবজারভারের।

আমিরাতের রাজধানী আবুধাবির বিমানবন্দরে গত সোমবার ভয়াবহ ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে ২ জন পাকিস্তানি এবং একজন ভারতীয় প্রাণ হারিয়েছেন।

হুতি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমিরাতে চালানো ওই বড় ধরনের হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এক টুইটবার্তায় আবুধাবি বিমানবন্দরে ওই হামলার নিন্দা জানিয়ে এটিকে সন্তাসী হামলা হিসেবে অভিহিত করেছেন।

আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মো. বিন জায়েদ আল-নাহিয়ানকে সোমবার একটি শোকবার্তা পাঠিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

এতে ইসরাইল বলেছে— আমরা আমিরাতের পাশে আছি। এ ধরনের হামলা থেকে আমিরাতের জনগণকে বাঁচাতে প্রয়োজনে আমরা গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা দিয়ে সহায়তা করব।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, কোনো ব্যাখ্যা দিচ্ছে না সরকার

নূর নিউজ

বাবুনগরীর ইন্তেকালে মাওলানা আনাস মাদানির শোক প্রকাশ 

নূর নিউজ

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ চলছে

নূর নিউজ