এবার সামরিক শক্তি বাড়াতে চায় বাংলাদেশ

ভূ-রাজনীতিতে অবস্থান শক্তিশালী করতে এবার সামরিক শক্তি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য সরকার চীন-রাশিয়ার পর এখন তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে আরও সমরাস্ত্র কেনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি জানান, মান, দাম ও কৌশলগত সম্পর্ক বিবেচনায় পশ্চিমাদেশ থেকে অস্ত্র কেনা হবে।

সামরিক সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে বিপুল পরিমাণ নিরাপত্তা সরঞ্জাম কিনতে জুনে তুরস্কের সঙ্গে চুক্তি হয়েছে। ইস্তাম্বুলের পাশাপাশি ওয়াশিংটনও ঢাকার কাছে সমরাস্ত্র বিক্রির আগ্রহ দেখিয়েছে।

সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিপরির হিসাব অনুযায়ী, ১১টি দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি কেনা হয়েছে চীন থেকে। তবে এখন আর একক কোন দেশের ওপর নির্ভর করতে চাচ্ছে না ঢাকা।

সিপরির তথ্য অনুযায়ী- কয়েক বছরে বিশেষ সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে দুটি যুদ্ধজাহাজ ও যন্ত্রাংশ কিনেছে বাংলাদেশ। আর সার্বিয়া থেকে হালকা যান এবং ফ্রান্স ও জার্মানি থেকে কিনেছে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের যন্ত্রাংশ।

এ জাতীয় আরো সংবাদ

৮৫ নির্বাচন কর্মকর্তার নিয়োগ পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল

নূর নিউজ

মিডিয়া ব্যক্তিত্ব শাহ ইফতেখার তারিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নূর নিউজ

বিএনপি পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে: ওবায়দুল কাদের

আলাউদ্দিন