কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

সারাবিশ্ব করোনা মহামারীতে বিপর্যস্ত। এ থেকে মুক্তির পথ আমাদের সবাইকে খাঁটি দিলে ত‌ওবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা।করোনার কারণে ১৮ মাস যাবত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। কোমলমতি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য করে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

আজ শনিবার (১৪ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার কাউন্সিল অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার সহ-সভাপতি মাওলানা নজির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় বিকেল ৩টায় কুমিল্লাস্থ মদিনাতুল উলুম মিলনায়তনে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি শেখ মুজিবুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, যখন করোনা মহামারীতে পুরো জাতি আতঙ্কিত ছিল। সেই সময় সরকার হাফেজি মাদ্রাসাসহ সকল কওমি মাদরাসা খুলে দিয়েছিল। কুরআন তেলাওয়াতের বরকতে আস্তে আস্তে করোনা কমতে ছিল। আমরা আশাবাদী এখনোও যদি হাফিজি মাদরাসাসহ সকল কওমি মাদরাসা সরকার খুলে দেই তাহলে করোনা থেকে আমরা মুক্তি পাবো। ইনশাআল্লাহ।

আরো বক্তব্য রাখেন, মাওলানা চৌধুরী মোহাম্মদ হাশেম, মাওলানা সারোয়ারুল আলম ভূঁইয়া, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা নুরুল হক সিরাজী, মাওলানা জসিম উদ্দিন বিজয়পুরী, হাফেজ ইজহারুল হক প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা পাবজিসহ বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পড়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে খুবই দুশ্চিন্তায় অবস্থায় আছেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে গার্মেন্টস, শিল্প-কলকারখানা ও মার্কেট- শপিংমলের মত শর্তসাপেক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

নেতৃবৃন্দ শিক্ষার্থীদেরকে দ্রুত সময়ে ভ্যাকসিন প্রদান করে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস নিয়ে কোরআন-হাদিসে যা বলা হয়েছে

নূর নিউজ

নামাজি ব্যক্তির সামনে চলাচলের বিধান

নূর নিউজ

কুরআন চর্চা ও হিফজের মানোন্নয়নে বাংলাদেশের বিস্ময়কর উত্থান

নূর নিউজ