কওমি মাদরাসা কোনও বোর্ডের সাথে অধিভুক্ত হবে না: আল্লামা আরশাদ মাদানি

ভারতের কওমি মাদরাসাগুলো কোনও বোর্ডের সাথে অধিভুক্ত হবে না বলে ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানি।

গত রোববার কুল হিন্দ রাবেতায়ে মাদারেসে ইসলামিয়ার একটি সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, কওমি মাদরাসাগুলো কোনও বোর্ডের সাথে অধিভুক্ত হবে না, আমরা সরকারী সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

বিশ্ববিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মসজিদে রশিদে কুল হিন্দ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা আরশাদ মাদানি ও দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীসহ ভারতের সাড়ে ৪ হাজার মাদরাসার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

সভায় যে কোনো বোর্ডের সঙ্গে মাদরাসাসমূহের অন্তর্ভুক্ত হওয়ার বিরোধিতা করা হয়। বিশ্বের কোনো বোর্ডই মাদরাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারে না। বোর্ডে যোগ দিয়ে কোনো মাদরাসার কোনো লাভ নেই। মাদরাসাগুলোর জন্য সরকারি কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই।

কিছুদিন আগে উত্তর প্রদেশের রাজ্য সরকার কতৃক দেওবন্দসহ কওমি মাদরাসাসমূহকে অবৈধ ঘোষণা করার পর কুল হিন্দ মাদারিসে কওমিয়ার এই সিদ্ধান্ত সামনে আসে।

সভায় জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি আরো বলেন, দারুল উলূম দেওবন্দ ও উলামায়ে কেরাম সবসময়ই দেশের স্বাধীনত ও সার্বভৌমত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কওমি মাদরাসাগুলোর প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল দেশের স্বাধীনতা।

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেন থেকে শস্য রফতানির উপায় বের করছে তুরস্ক

নূর নিউজ

আফগানিস্তানে সকল ধরনের পার্লার বন্ধের নির্দেশ নতুন সরকারের

নূর নিউজ

হিজাব নিষিদ্ধই থাকছে : কর্ণাটক হাইকোর্ট

নূর নিউজ