কক্সবাজারে নেজামে ইসলাম পার্টির নতুন কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নবগঠিত কক্সবাজার জেলা কর্মপরিষদের প্রথম মাসিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৩১অক্টোবর) বিকাল ৩ টায় শহরের এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী।

জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা উপদেষ্টা, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুর মুহাম্মদ, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা ইব্রাহীম আজিজী, মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ- সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. আলী আকবর, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, জেলা নির্বাহী সদস্য ও মাতামুহুরি থানার আহবায়ক মাওলানা আব্দুর রহমান, চকরিয়া উপজেলা দায়িত্বশীল মাওলানা আহমদ কবির, ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলা দায়িত্বশীল সিরাজুল মোস্তফা প্রমুখ।

 

এ সভায় জেলাব্যাপী পার্টির কর্মতৎপরতা বৃদ্ধিকরণে ইতিপূর্বে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে পর্যালোচনা করে গঠনমূলক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, দাওয়াতী কর্মতৎপরতা বেগবান এবং সাংগঠনিক পরিমণ্ডলে নিষ্ঠার সাথে সময় দেয়ার ব্যাপারে তাগিদারোপ করা হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপামর তাওহিদী জনতার হৃদয়ের সংগঠন।নেতা-কর্মীদের ইখলাস ও বিজ্ঞতাপূর্ণ সাংগঠনিক কর্মতৎপরতায় সংগঠনকে অধিকতর সুসংহত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

নেতৃবৃন্দ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদীসহ মজলুম ওলামায়েকেরামকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান।

 

সভা শেষে জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনা এবং সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদীর কারামুক্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু!

আলাউদ্দিন

ড. ইউনূস ইস্যুতে সরকারের কোনো হাত নেই : আইনমন্ত্রী

নূর নিউজ

রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নূর নিউজ