কাউকে শাসনের সময় হজরত থানবি রহ় যে নিয়ত করতে বলেছেন

হজরত থানবি রহ় নীতি আদর্শের মজবুত মানুষ ছিলেন সকলের জানা৷ তিনি সর্বদায় নিজ উসুলের উপর অনঢ় থাকতেন৷ এতে অন্যরা কী ভাববে সেটি দেখার ছিলো না৷

আগুন্তক একজনের ভুলের জন্য তিনি শাসাতে শুরু করলেন৷ শাসনের সময় উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলতেছিলেন, শুনুন! আমি নিজে আগুন্তকের বরকত দ্বারা উপকৃত হবো- এই আশা অন্তরে পোষণ করি৷ কারণ, আমি নিজের অবস্থা ভালো করেই জানি৷ আমার দ্বারা আগুন্তকরা উপকৃত হচ্ছে এটি ভাবা তো দূরের কথা, অন্তরে এটির ওয়াসওয়াসাও আসে না৷

এই কারণে শাসন করার সময় আমার মনে এই ওয়াসওয়াসাও আসে না যে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ৷ আমি তার চেয়ে উত্তম মানুষ৷

আলহামদুলিল্লাহ, কাউকে শাসন করার সময়ও আমি মনে করি সে আমার চেয়ে শ্রেষ্ঠ৷ তবে আদব শিখানোর দায়বদ্ধতা থেকে শাসন করার প্রয়োজন বিধায় শাসন করি৷ তবে সে আমার চেয়ে ছোট- এই কথা কখনো ভাবিও না৷

বর্তমানে শাসনের ক্ষেত্রে আমাদের কী নিয়ত থাকে তা নিজেদের অন্তরকে প্রশ্ন করার প্রয়োজন মনে করি৷ যদি নিয়ত অশুদ্ধ থাকে, এক্ষেত্রে নিয়তের পরিশুদ্ধির প্রয়োজন মনে করি৷

সূত্র: আল-ইফাজাতুল ইয়াওমিয়্যা

এ জাতীয় আরো সংবাদ

আগামী ২৭ আগস্ট ঢাকায় খতমে নবুওয়তের সম্মেলন

নূর নিউজ

কাদিয়ানীদের তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত

নূর নিউজ

২৬ মার্চ ঢাকায় আইম্মাহ পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নূর নিউজ