কাতারের দক্ষিণ মাদিনা খলিফায় বাংলাদেশী দুটি প্রতিষ্ঠানের যাত্র শুরু

২০২২ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কাতারে সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ‘আল দালউব কন্ট্রাক্টিং’ ও ‘ইয়্যুথ রিয়েল এস্টেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ।

কাতারের দক্ষিণ মদিনা খলিফায় ইউনিভার্সিটি ফাউন্ডেশন কলেজের পাশে এম.এম.জি বাণিজ্যিক ভবনের নীচতলায় আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।তিন ব্যবসায়িক অংশীদার আবদুর রব, হারুনুর রশিদ ও মোহাম্মদ মুসলিমকে সাথে নিয়ে কেক কেটে প উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাতার ব্যাডমিন্টন সোসাইটির সভাপতি আলমগীর মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষে এ.কে.এম. আমিনুল হক।

অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মালেক, ফয়েজ আহমদ সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা।

প্রতিষ্ঠানের অংশীদাররা ব্যবসাপ্রতিষ্ঠান সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।

পরিশেষে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ডাক্তার জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন

নূর নিউজ

আরব আমিরাতের কারাগার থেকে মুক্ত হলেন ৫৭ বাংলাদেশী

নূর নিউজ

কাতারে শুরু হলো কর্নার বুস্টার ডোজ!

নূর নিউজ