কাতারে কুরআন-সুন্নাহ পরিষদের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আমিনুল হক কাজলকাতার প্রতিনিধি

কাতারে বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদের উদ্যোগে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ।

কাতারের পশ্চিমাঞ্চলের জুমেলিয়ায় আজওয়ার ফ্যামিলী রিসোর্টে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ কাতারের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম । সংগঠনের সাধারণ সম্পাদক এইচ.এম ইব্রাহিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সহ-সভাপতি ইন্তেখাব বিন ইউসুফ ।

সহস্রাধিক প্রবাসীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ রশীদ চৌধুরী, জুবের আহমদ চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক যথাক্রমে প্রকৌশলী আহমদ হোসাইন, জুবায়ের আহমদ আনসারী, হাফেজ ইউসুফ চৌধুরী, পেশাজীবী সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে আলহেরা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আমন্ত্রিত শিল্পী জনাব উবায়দুল্লাহ তারেক এবং কবির বিন সামাদকে নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এ জাতীয় আরো সংবাদ

অর্থকষ্টে থাকা বাংলাদেশির কাছ থেকেও ঘুষ নিলো মালয়েশিয়া পুলিশ!

আলাউদ্দিন

কাতারে শপিং মলে ১২ বছরের কম শিশুদের প্রবেশ নিষিদ্ধ

নূর নিউজ

মানবিক দিক বিবেচনা করে প্রবাসীর ঋণ মাফ করে দিলেন এক সৌদি নাগরিক

নূর নিউজ