কাতারে কুরআন-সুন্নাহ পরিষদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

‘রাক্ত দিন, জীবন বাঁচান’- এই স্লোগানকে সামনে রেখে কাতার জাতীয় রক্তদান কেন্দ্রে মানবতার সেবায় প্রতি বছরের মতো এবারও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে কাতারস্থ কুরআন-সুন্নাহ পরিষদ ।

সকাল নয়টায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কাতারে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলাম।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রেজাউল করিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইনতেখাব বিন ইউসুফ শিহাব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলীআহমাদ হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ, হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য প্রকৌশলী কামরুল হাসান মিয়া, কারী মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত কুরআন-সুন্নাহ পরিষদের মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানের মত সময়োপযোগী কর্মসূচির আয়োজন করায় নেতৃবৃন্দ ও রক্তদাতাদের ধন্যবাদ জানান। এ ধরণের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার জন্য তিনি সংগঠনের নেতৃবৃন্দকে আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী রক্তদান কর্মসূচির শুরু হয়। হাজারো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করতে সকাল থেকে রক্তদান কেন্দ্রে এসে জড়ো হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পাঁচ শতাধিক ব্যক্তির শরীর থেকে এক ব্যাগ করে বিশুদ্ধ রক্ত নেওয়া হয়।

রক্ত গ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করে কাতার হামাদ মেডিকেল কর্পোরেশনের রক্ত দান ইউনিটের শতাধিক কর্মকর্তা-কর্মচারি। স্বেচ্ছায় রক্তদানে।বিপুল সংখ্যক বাংলাদেশীদের উপস্থিতি দেখে মেডিকেল কমিটি অভিভূত হয়।

অপেক্ষমান রক্তদাতাদের গান ও আবৃত্তি করে শোনান আলে হেরা শিল্পীগোষ্ঠীর একঝাঁক তরুণ সদস্য।

এ জাতীয় আরো সংবাদ

মিশিগানে সিটি নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি হাসান ও সাদমান

নূর নিউজ

কাতার তিন সংগঠনের বিজয় দিবস উদযাপন ও সংবর্ধনা

নূর নিউজ

কাতারে ‘মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগ ভিত্তিক অভিবাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

নূর নিউজ