কাতারে প্রবাসী মামুন হোসেনকে ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে প্রবাসীদের সংবাদ সম্মেলন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

গতকাল ৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহা’র ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টের হল রুমে কাতারস্থ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় দেশে ও প্রবাসে কোম্পানীগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করার পুরস্কার হিসেবে সর্বসম্মত হয়ে কাতার প্রবাসী ব্যবাসায়ী ও সমাজসেবক তরুণ রাজনীতিাবিদ মামুন হোসেনকে তাদের উপজেলার ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এ লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে তারা তাঁর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও তাঁকে নির্বাচিত করার জন্য উপজেলার স্থানীয় জনগণকে আহবান জানান।

ওমর শরিফের সঞ্চালনায় মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ও বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সভাপতি জাকির হোসেন বাবু, সাধারণ সম্পাদক প্রকৌশলী সেলিম, কাতার আওয়ামী লীগের সহ- সভাপতি মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আল আমিন খান ও মশিউর রহমান মিঠু।

মামুন হোসেন তাঁর বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা প্রবাসীদের আন্তরিক আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নির্বাচনে বিজয়ী হলে কোম্পানীগঞ্জের উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে কোম্পানীগঞ্জ উপজেলার আপামর জনগণের দোয়া ও সহযোগিতা চান।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দেশবাসীর এবং প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদুল হক ।

এ জাতীয় আরো সংবাদ

অভিবাসী পাঠানোয় বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ, রেমিট্যান্স গ্রহণে অষ্টম

নূর নিউজ

ছাত্রলীগ নারীর উচ্চশিক্ষাকে বাধাগ্রস্ত করছে: ইসলামী ছাত্র আন্দোলন

নূর নিউজ

ঢাবির বাংলা বিভাগের পরীক্ষায় কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নির্দেশ, ধর্মীয় স্বাধীনতার চূড়ান্ত পরিপন্থী : হেফাজত

নূর নিউজ