কাতারে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশনের সম্মাননা প্রদান

করোনাকালীন কাতারে বসবাসরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ায় বাংলাদেশ কমিউনিটির ১৩৭ জন সদস্যকে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস একটি সম্মাননা সার্টিফিকেট প্রদান করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজনকে গত (১৫ অক্টোবর) শুক্রবার দোহার ইস্তাম্বুল শালিমার প্যালেসে সংবর্ধনা ও স্মারক প্রদান করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন, কাতার।

সংগঠনের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন আহবায়ক সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মো. শামীম। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. উমর ফারুক চৌধুরীর হাত থেকে অতিথিরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের শুরুর দিকে প্রতিটি মানুষ ভয় ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করেছেন। মানুষ একে অপর থেকে দূরে সরে গিয়েছিল। অনেকে তাদের পরিবার ও আত্মীয়-স্বজন হারিয়েছেন। সংকটের ওই সময়ে গৃহবন্দী মানুষের পাশে ছিলেন কিছু উদ্যমী ও সাহসী মানুষ।’

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতার-এর মেম্বার’স নাইট অনুষ্ঠিত

নূর নিউজ

ইতালিতে মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

নূর নিউজ

শহিদুদ্দিন খান ও তার স্ত্রীকে জাল টাকার মামলায় ১০ বছরের কারাদণ্ড

নূর নিউজ