কাতারে ১০ হাফেজ ও ৪ আলোকিত ব্যক্তিকে সম্মাননা

কাতারে পাগড়িপ্রাপ্ত ১০ জন কোরআন হাফেজ ও চার জন আলোকিত ব্যক্তিকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার। কাতারের রাজধানী দোহা ওয়াসিস বিচ ক্লাবে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান উপপরিষদের আহ্বায়ক মোহাম্মদ সালাহউদ্দিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুইঁয়া ও সমন্বয়কারী নাসির উদ্দিন তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান হয়।

সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত লেখক সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল মুনসুর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া। নাসরিন সুলতানা ও সহিদ হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মুর্শিদ শেখ।

সম্মাননাপ্রাপ্ত আলোকিত ব্যক্তিরা হলেন– গবেষণায় ড. হাবিবুর রহমান, শ্রমজীবী শ্রমিকদের সহায়তায় ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, সমাজ সেবায় শফিকুল ইসলাম তালুকদার বাবু, সাদা মনের মানুষ হিসেবে আব্দুল জলিল।

পাগড়িপ্রাপ্ত হাফেজরা হলেন– আব্দুল্লাহ মুস্তাফিজ, জাকারিয়া জসিম উদ্দিন, মোহাম্মদ বিন মিজান, সফওয়ান বিন নুর, ইব্রাহিম বিন মুনির, হুজাইফা জাফরুল্লাহ, মোহাম্মদ বিন নাজমুল, সৈয়দ তামীম বিন মাহবুব, নাজমুল বিন জুনায়েদ, সৈয়দ খালিদ বিন মাহাবুব।

এ জাতীয় আরো সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে চলতি মাসেই

নূর নিউজ

১৪ বছর পর দেশে ফিরে কাঁদছেন প্রবাসী, হারালেন ঘরবাড়ি ও স্ত্রী

নূর নিউজ

কাতারের বিন ওমরানে নিউ বনানী রেস্টুরেন্টের যাত্রা শুরু

নূর নিউজ