কাদিয়ানীদের অপপ্রচারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

আজ (৩ ফেব্রুয়ারী) মাদরাসায়ে খাদিজাতুল কুবরা দিনাজপুরে মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, কাদিয়ানী সম্প্রদায় সারাদেশে ইসলামের নাম দিয়ে তাদের ধর্মমত প্রচার করে সাধারণ মানুষদের ঈমানহারা করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা আবারো পঞ্চগড়ে সালানা জলসা করার উদ্যোগ নিয়েছে। অবিলম্বে তাদের সালানা জলসা বন্ধ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। বিশ্বের প্রায় ৪২টি মুসলিম দেশে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। বাকি যেসব মুসলিম দেশ কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেনি তাদের সাথে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করে অমুসলিম ঘোষণার ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।

তিনি আরো বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলাম ধর্ম অবমাননাকারী কাদিয়ানী ধর্মমত প্রচার-প্রসারে যেসব কোম্পানি অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করছে, তাদের সব পণ্য আমাদের বয়কট করতে হবে। এ ব্যাপারে সাধারণ মুসলমানদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে উলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ফরহাদুল আলম, মাওলানা ফৈয়াজ আলম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহিন আহমাদ, ক্বারী মোস্তফা, মাওলানা আবরারুল হক, মাওলানা আসাদুল হকসহ স্থানীয় প্রমুখ উলামায়ে কেরাম।

এ জাতীয় আরো সংবাদ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

নূর নিউজ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনে জনগণ দিশেহারা

নূর নিউজ

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেওয়ার আহ্বান আড়াই হাজার সাংবাদিকের

নূর নিউজ