কাদিয়ানীরা চিঠি দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে

আগামী ২৭ আগষ্ট’২২ ইং, শনিবার, সকাল দশটায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর উদ্যোগে উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসায় প্রতিনিধি ও ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

আজ (১৪ আগষ্ট’২২ ইং, রোববার, দুপুর তিনটায়) ২৭ তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানীকে প্রধান স্বমন্বয়ক করে ২১ সদস্য বিশিষ্ট প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আরো আছেন- আল্লামা আহমাদ আলী কাসেমী, আল্লামা আব্দুল কাইয়ুম সোবহানী, আল্লামা জহুরুল ইসলাম, আল্লামা কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা মীর ইদরীস নদভী, মাওলানা এনামুল হক মূসা, মাওলামা শিব্বির আহমাদ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশিকুল্লাহ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আল-আমীন ফয়জী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা গোলাম মাওলা, মাওলানা মুমিনুল হক, মুফতী সুলতান আহমাদ জাফরী, মাওলানা আলী আজম, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মোর্শেদ বিন নূর প্রমুখ নেতৃবৃন্দ।

মিটিংয়ে জেলা ও মহানগর প্রতিনিধি এবং দেশের শীর্ষস্থানীয় আলেম উলামাদের দাওয়াত দেওয়ার জন্য আলাদা আলাদা টীম গঠন করা হয়। আগামীকাল (১৫ আগষ্ট ২০২২ ইং, সোমবার) হতে আনুষ্ঠানিক দাওয়াতী কার্যক্রম শুরু হবে।

সভাপতির বক্তব্যে মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্থানে কাদিয়ানীরা চিঠি দিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। তাই আগামী দুই জুমা সারা দেশে মসজিদে মসজিদে জুমার খুতবায় কাদিয়ানিদের ফেৎনা সম্পর্কে মুসল্লীদের সচেতন করতে ইমাম ও খতীবদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। তাদের অপতৎপরতা রোধ করতে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে আগামী ২৭ আগষ্ট’২২ ইং প্রতিনিধি ও উলামা মাশায়েখ সম্মেলন। উক্ত সম্মেলন বাস্তবায়নের জন্য তিনি সারা দেশের উলামা মাশায়েখ ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন, আল্লামা জহুরুল ইসলাম, আল্লামা আব্দুল কাইয়ুম সোবহানী, মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা মীর ইদরীস নদভী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা শিব্বির আহমাদ, মাওলানা যোবায়ের, মাওলানা আব্দুল্লাহ ইয়াহয়া, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা কামাল উদ্দীন, মুফতী আল-আমীন ফয়জী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা জোবায়ের, মাওলানা মোর্শেদ বিন নূর, মাওলানা আখতার হুসাইন, মাওলানা ইয়াসিন আরাফাত প্রমূখ।

এ জাতীয় আরো সংবাদ

ষাটের দশকের গণ আন্দোলনের নেতা রেজা আলীর মৃত্যুতে জাফরুল্লাহ চৌধুরীর শোক

নূর নিউজ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নূর নিউজ

অবসর ভাতার টাকায় হজে যাচ্ছেন ৯২২ শিক্ষক

নূর নিউজ