কাপড় পরার সুন্নত পদ্ধতি

মানুষের মৌলিক চাহিদার একটি হলো পোশাক। এটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পোশাকে মানুষের ব্যক্তির সঙ্গে সঙ্গে তার ধর্মীয় মূল্যবোধও ফুটে ওঠে। পোশাকের সঙ্গে মানুষের বহু ইবাদতও জড়িয়ে আছে।

কোরআন মাজিদে আল্লাহ তায়ালা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক— সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। (সুরা আরাফ, আয়াত, ২৬)

ইসলামে শুধু পোশাক পরিধানের গুরুত্বই তুলে ধরা হয়নি, বরং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বিভিন্ন নিয়ম বর্ণনা করেছেন। এখানে কাপড় পরার কিছু সুন্নত পদ্ধতি তুলে ধরা হলো-

১. প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন। (মুস্তাদরাক হাকিম, হাদিস, ৭৩৭৯)

২. জামা-পায়জামাসহ সব ধরনের পোশাক পরিধানের সময় ডান হাত ডান পা আগে প্রবেশ করানো। (আবু দাউদ, হাদিস, ৪১৪১)

৩. পুরুষদের জন্য পায়জামা, লুঙ্গি এবং জামা, জুব্বা ও আবা-কাবা পায়ের টাখনুর ওপরে রাখা। টাখনুর নিচে নামিয়ে পোশাক পরা হারাম। তবে মোজার হুকুম এর ব্যতিক্রম।

এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে কোনো পোশাক পরিধান করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ( বুখারি, হাদিস, ৫৭৮৪, আবু দাউদ, হাদিস, ৪০৯৩, ইবনে হিব্বান, হাদিস, ৫৪৪৭)

৪. যেকোনো কাপড় পরার সময় এই দোয়া পরা মুস্তাহাব। দোয়াটি হলো-

لْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

অর্থ : সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।

৫. টুপি পরা। টুপির ওপর পাগড়ি পরা মুস্তাহাব। তবে তা নামাজের সুন্নত নয়। টুপি ছাড়া পাগড়ি বাঁধা সুন্নতের পরিপন্থী। ( আবু দাউদ, হাদিস, ৪০৭৮)

৬. বিসমিল্লাহ বলে কাপড় খোলা শুরু করা উচিত। এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা। (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, হাদিস, ২৪৯১০)

৭. জুতা পরার সময় প্রথমে ডান পায়ে পরা এবং এরপরে বাম পায়ের পরা উচিত। ( বুখারি, হাদিস, ৫৮৫৫)

৮. জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে এরপর ডান পায়ের জুতা খোলা উচিত। (বুখারি, হাদিস, ৫৮৫৫)

এ জাতীয় আরো সংবাদ

নামাজে ‘সুরা আলে-ইমরানের’ আয়াত পড়ায় চাকরি গেল ইমামের

নূর নিউজ

ইফতারি হোক অমুসলিমদের সাথে

নূর নিউজ

গণকমিশনের বিরুদ্ধে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বরাবর প্রবাসী আলেমদের স্মারকলিপি

নূর নিউজ