কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত খুব শিগগিরই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এ ঘটনার কারণে যারা ক্ষুব্ধ হয়েছেন তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পবিত্র কোরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম ঘটেনি।

এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরের সঙ্গে জড়িয়ে পড়ছেন তাদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরো সংবাদ

সেহরির সময় মাইকে অতিরিক্তি ডাকাডাকির প্রয়োজন নেই : শায়খ আহমাদুল্লাহ

নূর নিউজ

বরগুনায় যুবলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

আলাউদ্দিন

বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসীরা

নূর নিউজ