কুরবানির নিয়তে পালিত পশুর দুধ দোহন করা যাবে কি?

প্রশ্ন: পালিত পশু কুরবানী করার নিয়ত করলে সে পশুর দুধ দহন করা জায়েয আছে কি? দলীল প্রমাণ সহ পেশ করলে ভালো হয়। জাযাকাল্লাহ।

উত্তর: বাড়িতে লালিত-পালিত পশু যা ক্রয় করার সময় কুরবানীর নিয়তে ক্রয় করেনি, কিংবা তা ক্রয়ই করেনি, বরং অন্য কোনভাবে মালিক হয়েছে। এমন পশুর ক্ষেত্রে কুরবানীর নিয়ত করার দ্বারা তা কুরবানী করা আবশ্যক হয়ে যায় না।

তাই এমন পশুর দুধ দোহন করে ব্যবহার করাতে কোন সমস্যা নেই।

এ জাতীয় আরো সংবাদ

মহররম ও আশুরার দশ কাজ

আনসারুল হক

কাতারে আল নূর কালচারাল সেন্টারের ব্যবস্থাপনায় দাওয়াহ মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ

এ বছর ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে

নূর নিউজ