কুয়েত থেকে ভ্রমণে সোনার বার আনতে লাগবে অনুমতি

কুয়েত থেকে অন্য দেশে যাওয়ার সময় দেশটির নাগরিক ও প্রবাসীরা স্বর্ণ বহন করতে চাইলে কাস্টমসের অনুমতি নিতে হবে। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের ভ্রমণের সুরক্ষা নিশ্চিত করতে কুয়েত বিমানবন্দরের এয়ার কার্গো কাস্টমস বিভাগ থেকে স্বর্ণের বার বহন করতে আগ্রহী ভ্রমণকারীদের কাস্টমসের অনুমতি নিতে হবে। ভ্রমণের একদিন আগে কাস্টমসকে স্বর্ণের বারের মালিকানা সম্পর্কিত প্রমাণ দেওয়া সাপেক্ষে এ অনুমতি পাওয়া যাবে।

সম্প্রতি ‘কুয়েতে স্বর্ণ বহনে কাস্টমস নিয়ম’ সম্পর্কিত চিঠিতে এসব কথা জানায় কর্তৃপক্ষ।

নতুন এ নিয়ম ভ্রমণকারীদের যাত্রাকে আরও সহজ করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বাংলাদেশি প্রবাসী যাত্রীরা চেইন, হার, রুলি, আংটিসহ বিভিন্ন গহনা ১০০ গ্রাম পর্যন্ত কোনো চার্জ ছাড়া বহন করতে পারেন। পরিমাণ এর বেশি হলে বাংলাদেশে বিমানবন্দরে কাস্টমস চার্জ দিতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রবাসী আয়ে বাংলাদেশের স্থান এখন সপ্তম

নূর নিউজ

বাংলাদেশসহ ৩৮ দেশের জন্য সৌদির ‘ভ্রমণ নির্দেশিকা’

আনসারুল হক

কাতারে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণসমাবেশ

নূর নিউজ