কুয়েত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

কুয়েত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতি দিনার ছিটিয়ে অশ্লীল নৃত্য করার কারণে জড়িত ৪ বাংলাদেশির ঠিকানাসহ যোগাযোগ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) কুয়েতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের একটি জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক/টিকটকে) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ৪ জন বাংলাদেশীকে কুয়েতি দিনার ছিটিয়ে অশ্লীল নৃত্য করতে দেখা যায়। এ ধরনের কর্মকাণ্ড কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত ভিডিওর সাথে জড়িতদের ঠিকানা/পরিচয়/মোবাইল নাম্বার জানা থাকলে অতিসত্বর কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

সেই সাথে প্রবাসে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এরকম যেকোন কাজকর্ম থেকে বিরত থাকা এবং স্থানীয় আইন-কানুন মেনে চলার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কঠোর নির্দেশনা প্রধান করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

কুরবানীর ছুরি নিয়ে কতিপয় মিডিয়া অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে: চরমোনাই পীর

আলাউদ্দিন

প্রধানমন্ত্রীর লিখিত ভাষণের পূর্ণ বিবরণ

নূর নিউজ

সারাদেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে : শোক মিছিল আগামীকাল

নূর নিউজ