গাজীপুরকে দুর্নীতি ও দূষণমুক্ত, পরিকল্পিত নগরী করে গড়ে তোলার ঘোষণা গাজী আতাউর রহমানের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হওয়ার এক সপ্তাহ আগে প্রথমবারের মতো ৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান। নির্বাচিত হলে নগরবাসীর জন্য স্বচ্ছতা, জবাবদিহী নিশ্চিত, বিশেষজ্ঞ কমিটি, নগর সরকার, দূষণ নিয়ন্ত্রন বোর্ড, জাকাত বোর্ড গঠন করবেন বলেও ইশতেহারে উল্লেখ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী। ৩৪ দফা ইশতেহার তুলে ধরে তিনি ঘোষণা দেন জয়ী হলে নগর ভবন ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত থাকবে। গাজীপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর এই প্রথম কোনো প্রার্থী ইশতেহার ঘোষণা করলেন। নগরবাসী ভোটে তাকে নির্বাচিত করলে ইশতেহারে থাকা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক শান্তির নগরী হিসেবে সুপ্রতিষ্ঠিত করবেন বলে তিনি ঘোষনা দেন।

আজ বুধবার (১৭ মে) দুপুর সাড়ে ১২ টায় গাজীপুর প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ৩৪ দফা কর্মসূচি সংবলিত ইশতেহার নগরবাসীর উদ্দেশে তুলে ধরেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগর সভাপতি আলহাজ্ব ফাইজ উদ্দিন আহমদ, সহ-সভাপতি মাওলানা এম এ হানিফ সরকার, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ মুফতি শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এস এস ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যুব অন্দোলনের মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হালিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

২ হাজার টাকার জন্য ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আনসারুল হক

সয়াবিন তেলের নতুন দাম কার্যকর ১ মার্চ

নূর নিউজ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহনের ধীরগতি

নূর নিউজ