গুগলের হেড অফিসে নিয়োগ পেলেন কুমিল্লার মেয়ে পল্লবী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলা শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃতিসন্তান ও সড়ক বিভাগের অবসর প্রাপ্ত যুগ্ম পরিচালক বাবু পরিমল বিকাশ সুত্রধরের মেয়ে পল্লবী সুত্রধর  যুক্তরাষ্ট্রে গুগলের হেড অফিসে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।

নারায়ণপুর গ্রামের অধিকাংশ মানুষ হিন্দু ধর্মালম্বী। শান্তি প্রিয় গ্রামটির উচ্চ শিক্ষিত হার সবোর্চ্চ পর্যায়ে। পল্লবী সূত্রধর আহসান উল্লাহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার ছোট বোন বর্ণালি সূত্রধর (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের কেলিফোনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। পল্লবী সূত্রধরের চাচা বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব প্রানেশ রঞ্জন সূত্রধর ।

নারায়ণপুর এলাকায় প্রতিটি গ্রামে হিন্দু-মুসলমানের সহবস্থান দেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত । এছাড়া গ্রামটিতে রয়েছে দেশের মুল ধারায় কর্মরত অনেক গুনীজন।

পল্লবী সূত্রধর  গুগলের হেড অফিসে যোগদান করায় তার গ্রাম নারায়নপুরসহ ধর্মবর্ণ নির্বিশেষে কুমিল্লার সকল মানুষ খুশি। তারা পল্লবীর সার্বঙ্গীন সাফল্য কামনা করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

সব ফোনের জন্য একই চার্জার চায় ইউরোপীয় ইউনিয়ন

নূর নিউজ

ফেসবুকের কারণে বাড়ছে প্রতারণা ও সামাজিক অবক্ষয়

আনসারুল হক

আইফোন ১৩ সিরিজে থাকছে নতুন চমক

আনসারুল হক