জামিন পেলেন এলডিপি মহাসচিব রেদোয়ান

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের ওপর গুলি করার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে দুদফা জামিন আবেদন করেও পাননি রেদোয়ান।

৯ মে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও পৌর এলডিপি পালটাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করে। ছাত্রলীগ কর্মীরা রেদোয়ান আহমেদের গাড়িতে তরমুজ ছুড়লে রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। পরে তিনি থানায় আশ্রয় নিয়ে গ্রেফতার হন।

এ জাতীয় আরো সংবাদ

জিএম কাদেরের ভারত সফর নিয়ে ব্যাপক কৌতুহল

নূর নিউজ

দেশবাসীকে পীর সাহেব চরমোনাই’র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নূর নিউজ

সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে: হাসানাত আমিনী

নূর নিউজ