টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পর পবিত্র ফাতেহা পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে গণভবন থেকে সকাল ৮টায় পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়ায় উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন তিনি।

পদ্মা সেতু অতিক্রমের সময় সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থামিয়ে সেখানে কিছু সময় থেকে বোন শেখ রেহানাকে নিয়ে পিতার সমাধিস্থলে রওনা হন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর পর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর সরাসরি তিনি বঙ্গবন্ধু ভবনে চলে যান।

এ জাতীয় আরো সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২

আনসারুল হক

মুক্তি পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

নূর নিউজ

সড়ক দূর্ঘটনায় প্রাণ হারানো প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেলের জানাযায় শোকার্ত মানুষের ঢল

নূর নিউজ