ট্রাম্পের ইউটিউব চ্যানেল স্থগিত

আর্ন্তজাতিক ডেস্ক: টুইটার ও ফেসবুকের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইউটিউব। আগামী ৭ দিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড এবং লাইভ স্ট্রিমিংয়ে যেতে পারবেন না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানিমূলক ভিডিও প্রচার হওয়ায় মঙ্গলবার (১২ জানুয়ারি) সাময়িক সময়ের জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্পের চ্যানেলের সব ভিডিওর মন্তব্যগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইউটিউব বলেছে, নিরাপত্তার স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্প ইউটিউবের নীতিমালা ভঙ্গ করেছে বলেও জানা গেছে।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্রাম্পের ভিডিও চ্যানেল থেকে সহিংসতা উসকে দেওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানায় এই ভিডিও প্ল্যাটফর্মটি।

সহিংসতার অভিযোগ এনে টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট পুরোপুরি বাতিল করে দেয়।

এ জাতীয় আরো সংবাদ

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

নূর নিউজ

কাশ্মীরে ভারতীয় কর্ণেল এবং মেজর নিহত

নূর নিউজ

আফগানিস্তানে হিউম্যান রাইটস কমিশনসহ ৫টি বিভাগ বিলুপ্ত করল তালেবান সরকার

আনসারুল হক